প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৭, ২০২৫, ৪:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৬, ২০২৫, ১:৫৮ এ.এম
বেরোবিতে জুলাই শহীদ দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে (বেরোবি) 'জুলাই শহীদ দিবস ২০২৫' উপলক্ষে আয়োজিত হয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল ৫টায় ক্যাফেটেরিয়ার দ্বিতীয় তলায় প্রথম দিনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিত্রাঙ্কন প্রতিযোগিতার উপকমিটির আহ্বায়ক ড. মোছাঃ সিফাত রুমানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী এবং বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো: হারুন-অর-রশিদ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের শিক্ষকগণ।
উপাচার্য ড. শওকাত আলী বলেন, “শহীদ আবু সাঈদের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে এবং নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে এই প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি আরও জানান, দুইদিনব্যাপী এ আয়োজনে প্রথম দিনে প্রথম শ্রেণি থেকে একাদশ শ্রেণির ৮২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরের দিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে।
ড. সিফাত রুমানা জানান, প্রতিযোগিতায় তিনটি গ্রুপ অংশগ্রহণ করে। তৃতীয় শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা তৃতীয় গ্রুপে, চতুর্থ থেকে অষ্টম শ্রেণি দ্বিতীয় গ্রুপে এবং অষ্টম থেকে উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরা প্রথম গ্রুপে অংশ নেয়। আগামীকাল (১৬ জুলাই) বিকেল ৩টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে দ্বিতীয় দিনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
শহীদ আবু সাঈদের আদর্শ ও আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে এ আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা ও চেতনার বিস্তার ঘটাবে বলেই মনে করছেন আয়োজক ও সাধারণ শিক্ষার্থীরা।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com