প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৭, ২০২৫, ৬:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৬, ২০২৫, ২:০৩ এ.এম
কুয়েটে অনিয়ম তদন্তে ইউজিসির তিন সদস্যের কমিটি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সাম্প্রতিক সময়ের অভিযোগ ও বিধি বহির্ভূত নিয়োগ সংক্রান্ত বিষয়গুলো তদন্তে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) একটি তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে।
কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইউজিসির প্রশাসন বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য অধ্যাপক ড. মোঃ সাইদুর রহমান। কমিটির সদস্য হিসেবে রয়েছেন কমিশনের সচিব ড. মোঃ ফখরুল ইসলাম এবং সদস্য-সচিব হিসেবে রয়েছেন সিনিয়র জেলা ও দায়রা জজ ও ইউজিসির উপ-সচিব (লিগ্যাল) নুরনাহার বেগম শিউলী। এছাড়া সচিবিক সহায়তার জন্য ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের সহকারী পরিচালক সেহজাদ রিফাত সিয়ামকে দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার (১৪ জুলাই) ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক ড. মোঃ মাহিবুল আহসানের স্বাক্ষরে জারি করা এক অফিস আদেশে এ কমিটি গঠনের বিষয়টি জানানো হয়। আদেশে বলা হয়, কমিটি তদন্তের স্বার্থে কুয়েট প্রশাসনের প্রয়োজনীয় নথি যাচাই-বাছাই করতে পারবে এবং প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকার নিতে পারবে।
তদন্ত কমিটিকে আগামী এক মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে কুয়েটের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আনিচুর রহমান ভূঁইয়া জানান, "আমরা এখনো আনুষ্ঠানিকভাবে তদন্ত কমিটির কোনো কপি হাতে পাইনি। তবে উপাচার্য নিয়োগ খুব শিগগিরই সম্পন্ন হবে বলে আশা করছি। সে অনুযায়ী তাঁর দিকনির্দেশনায় আমরা তদন্ত কাজে সর্বোচ্চ সহযোগিতা করব। আর উপাচার্যের অনুপস্থিতিতেও বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনেই সহযোগিতা নিশ্চিত করা হবে।"
বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো ঘিরে শিক্ষার্থী ও শিক্ষক মহলে ব্যাপক আলোচনা চলছিল। ইউজিসির এই পদক্ষেপকে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com