প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৭, ২০২৫, ৫:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৬, ২০২৫, ২:০৫ এ.এম
বাঁশখালী থানায় ৪২৮৫পিচ ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেফতা

চট্টগ্রাম বাঁশখালী থানায় ৪২৮৫ পিস ইয়াবা এবং মাদক পরিবহন কাজে ব্যবহৃত ০২ টি মোটর সাইকেলসহ ০২ জন আসামি গ্রেফতার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানার ওসি মহোদয়ের বিচক্ষণতায় ও নির্দেশে আজ মঙ্গলবার (১৫জুলাই) সকাল ০৮:৩০ ঘটিকার সময় পুলিশ পরিদর্শক(তদন্ত) জনাব সুধাংশু শেখর হালদার এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র)/মোঃ জামাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানাধীন শেখেরখীল ইউপিস্থ ০৬নং ওয়ার্ড (পেকুয়া টু চট্টগ্রাম) পাকা সড়ক কাটা নাসির পুলের উত্তর পাশে রাস্তার পশ্চিম পাশে পাকা রাস্তার উপর চেকপোষ্ট ভসিয়ে অভিযান পরিচালনা করে মনির আহমদ ও লতিফ আলী নামক ২মাদক কারবারীকে ৪২৮৫ পিচ ইয়াবা সহ হাতেনাতে গ্রেফতার করা হয়।এবং মাদক কারবারে ব্যবহৃত ০২ টি মোটর সাইকেলও জব্দ করা হয়।
উল্লেখ্য যে, আসামী ১.মনির আহমদ (২৬)পিতাঃ মীর আহমদ, মাতাঃ জয়নব বিবি সাং-সেগুন বাগিচা, খুটাখালী, ০৬নং ওয়ার্ড, খুটাখালী ইউপি, থানা-চকরিয়া, জেলা– কক্সবাজার,
আসামি ২.লতিফ আলী, পিতা-মৃত সোলতান আহমদ, মাতা-খোতেজা বেগম,সাং-পূর্ব নওদা বাস,০৮নং ওয়ার্ড, নওদা বাস ইউপি,থানা-হাতিবান্ধা, জেলা লালমনিরহাট এর বাসিন্দা বলে জানা যায়।
বাঁশখালী থানার সেকেন্ড অফিসার জনাব মোঃ আরিফ হোসেন জানান যে,এই সংক্রান্তে উক্ত আসামীদের বিরুদ্ধে বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
এবং মাদক উদ্ধার অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com