প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৭, ২০২৫, ৫:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৬, ২০২৫, ৮:২৫ এ.এম
আলীকদমে সেনাজোনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

বান্দরবানের আলীকদম সেনা জোন কর্তৃক কুরুকপাতা এলাকায় দূর্গম পাড়াপল্লীতে উপজাতি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) সকাল ৮টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত আলীকদম সেনা জোনের তত্ত্বাবধানে মেনদনপাড়া আর্মি ক্যাম্পের আওতাধীন কুরুকপাতা এলাকায় এই স্বাস্থ্য সেবা কার্যক্রম চলে। বাংলাদেশ সেনাবাহিনী আলীকদম জোন অসহায় ও দুস্থ পরিবারের মাঝে চিকিৎসা সহায়তার লক্ষ্যে মেডিক্যাল ক্যাম্পেইনের আয়োজন করে আসছে। এই মেডিক্যাল ক্যাম্পেইনে দুঃস্থ, অসহায় ও গরীবদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ করা হয়। অনুষ্ঠিত চিকিৎসায় ৫৫ জন পুরুষ,৯০ জন মহিলা এবং ৭৮ জন শিশুসহ সর্বমোট ২২৩ জন ব্যক্তি বিনামূল্যে স্বাস্থ্য সেবা পান। সেনাবাহিনীর এই মহতি উদ্যােগে আলীকদম জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপজাতি পরিবারগুলো। এদিন আগত সেবা প্রার্থীদের উদ্দেশ্যে ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রতিরোধে ধারণাসহ রোগবালাই থেকে মুক্ত থাকার উপর বিস্তারিত ধারণা দেন জোনের মেডিক্যাল অফিসার। এছাড়াও পার্বত্য চট্টগ্রামের শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রেখে মাদকদ্রব্য পরিহার এবং বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম থেকে নিজেদের বিরত রেখে বসবাস করার জন্য আহবান জানান। ভবিষ্যতে আলীকদম জোন কর্তৃক এ ধরণের মেডিক্যাল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। সেই সাথে এলাকায় শাস্তি, শৃংখলা ও নিরাপত্তা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com