প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৭, ২০২৫, ৭:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৬, ২০২৫, ৯:০৫ এ.এম
বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রয় সম্পন্ন

বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে ঘিরে শুরু হয়েছে আনুষ্ঠানিক প্রক্রিয়া। গত মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত রেলওয়ে মার্কেটস্থ সংগঠনের কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রয় কার্যক্রম সম্পন্ন হয়।এদিন নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে প্রার্থীরা ২৩ টি পদেরজন্য মোট ২৫টি মনোনয়ন ফরম উত্তোলন করেন। প্রার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও প্রস্তুতির চিত্র লক্ষ্য করা গেছে। নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যেই মনোনয়ন সংগ্রহ করেন।মনোনয়ন ফরম বিক্রয়ের সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান, মাহামুদ শরীফ মিঠু, সদস্য সচিব, হোসাইন আহমেদ আকাশ , এবং সদস্য ইলিয়াস হোসেন।নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সকল প্রস্তুতি নেওয়া হয়েছে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com