প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৭, ২০২৫, ১:১১ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৬, ২০২৫, ৯:৪৭ এ.এম
শ্রীপুরে আকন্দ ফাউন্ডেশন কর্তৃক ওলামা- মাশায়েখদের সম্মেলন

অদ্য ১৬ই জুলাই ২০২৫ খ্রি. রোজ বুধবার শ্রীপুর উপজেলা মডেল মসজিদে আকন্দ ফাউন্ডেশন কর্তৃক সমাজ সংস্কার ও জুলাই আন্দোলনে ওলামা মাশায়েখদের ভূমিকা শীর্ষক আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকন্দ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ব্যারিস্টার জাহিদ হাসান আকন্দ। আরো উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জনাব পীরজাদা মাও.এসএম রুহুল আমিন, শ্রীপুর উপজেলা বেফাক বোর্ড এর সভাপতি জনাব কাজী মূফতি মুঈন উদ্দিন, মাও. আবু সাঈদ সূফী হুজুর, মাও. বোরহান উদ্দিন , মূফতি সাঈদ বিন হাবীব, মাও. আবু বকর সিদ্দিক মড়ল, মাও. সোহরাব আলী মাজিদী, মূফতি ফরিদ উদ্দিন গাজীপুরী, মূফতি হেদায়েতুল্লাহ রাহমানী, মূফতি তরিকুল ইসলাম নোমানী, শ্রীপুর পৌর ওলামা দলের প্রধান আহ্বায়ক জনাব কারী মো: ইব্রাহিম, শ্রীপুর পৌর ওলামা দলের সদস্য সচিব জনাব মাও. আবুল কালাম আজাদ সহ আরো শ্রীপুর উপজেলার প্রতিটি মসজিদের ইমামগন উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যের এক পর্যায়ে ইমামদের বিনামূল্যে চিকিৎসা কার্ড এর মাধ্যমে ফ্রি চিকিৎসা করার সুযোগ দিবেন বলে প্রতিশ্রুতি দেন। আর এই কার্ড ব্যবহার করে ইমামগন শ্রীপুর উপজেলার হাসপাতালে ফ্রি ডাক্তার দেখাতে পারবেন কোনো প্রকার ডাক্তারের ভিজিট লাগবে না। শ্রীপুরের শীর্ষ ওলামা মাশায়েখ তাদের বক্তব্যে সকলের ঐক্যবন্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। সেই সাথে ইসলামি কাজ কর্মের প্রতি নমনীয় হওয়ার আহবান জানান। সর্বশেষ পীরজাদা মাও এসএম রুহুল আমিন সাহেব দোয়া পরিচালনা করেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠান শেষ করেন।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com