সম্প্রতি বৃষ্টির কারণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাহ আজিজুর রহমান হলের পকেট গেট থেকে শহিদ আনাস হল পর্যন্ত রাস্তাটি কর্দমাক্ত ও পিচ্ছিল হয়ে পড়েছে। এতে চলাচলে চরম দুর্ভোগে পড়েছে শিক্ষার্থীরা। এই সমস্যার সমাধানে সেখানে ইট দিয়ে রাস্তা তৈরি করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবির। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে ইট বিছিয়ে রাস্তা তৈরি করে সংগঠনটির নেতাকর্মীরা।
ছাত্রশিবিরের নেতারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের ভেতরের বিভিন্ন রাস্তা ভাঙা ও খানাখন্দে ভরে আছে। সম্প্রতি বৃষ্টির কারণে এই সমস্যা আরও বেড়েছে। বিশেষ করে কাঁচা রাস্তাগুলো পিচ্ছিল ও কাদাময় হওয়ায় শিক্ষার্থীদের যাতায়াত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এ জন্য গত ৯ জুলাই ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের একটি প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্যারের সঙ্গে সাক্ষাৎ করে শাহ আজিজুর রহমান হলের পকেট গেট ও টিএসসির সামনের ভাঙা রাস্তা মেরামতের দাবি জানায়।
এর পরিপ্রেক্ষিতে সেদিন বিকেলে পকেট গেটের কাঁচা রাস্তায় বালু ফেলে সাময়িকভাবে মেরামত করা হয়েছিল। কিন্তু ভারি বৃষ্টির কারণে রাস্তাটি আবারও কর্দমাক্ত হয়ে হাঁটার অনুপযোগী হয়ে পড়ে। এ কারণে শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে ছাত্রশিবির নিজস্ব উদ্যোগে ইট দিয়ে একটি পায়ে চলাচলের রাস্তা তৈরি করেছে।
ছাত্রশিবির ইবি শাখার সেক্রেটারি ইউসুফ আলী জানান, শিক্ষার্থীবান্ধব একটি ছাত্রসংগঠন হিসেবে ইসলামী ছাত্রশিবির তার সাধ্যের মধ্যে শিক্ষার্থীদের সমস্যা সমাধানে সবসময় সচেষ্ট রয়েছে। শিক্ষার্থীদের বিভিন্ন যৌক্তিক দাবিতে এবং শিক্ষার্থী সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যার সমাধানে ছাত্রশিবির সবসময় তৎপর ছিল, এখনো আছে। এরই ধারাবাহিকতায় শাহ আজিজুর রহমান পকেট গেট সংলগ্ন রাস্তায় পায়ে চলাচলের জন্য আমরা ইটের রাস্তা তৈরি করেছি।
তিনি আরও বলেন, এই উদ্যোগটি একটি সাময়িক সমাধান। দীর্ঘমেয়াদি সমাধানের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন। আমরা শাহ আজিজুর রহমান হলের পকেট গেট, টিএসসির সামনের রাস্তা এবং শহিদ জিয়াউর রহমান হলের সামনের রাস্তাসহ ক্যাম্পাসের সব রাস্তা দ্রুত সংস্কারের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি। আমরা আশা করি, শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে প্রশাসন দ্রুততম সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ নেবে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com