প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৭, ২০২৫, ১:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৬, ২০২৫, ১০:৫০ এ.এম
মদন জুলাই শহীদ দিবস পালিত

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ ইমরান হাবিবের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, বাংলাদেশ জামায়াত ইসলামীর মদন উপজেলা শাখার নায়েবে আমির রিয়াজ উদ্দিন(ইদ্রিস মাস্টার), হেফাজত ইসলাম বাংলাদেশ এর মদন উপজেলা শাখার সভাপতি মুফতি আনোয়ার হোসেন,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান মিজান, মদন থানা অফিসার ইনর্চাজ নাঈম মোহাম্মদ নাহিদ হাসান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন উজ্জ্বল, সাংবাদিক মোশারফ হোসেন বাবুল, সাংবাদিক নিজাম উদ্দিন তালুকদার প্রমুখ। এছাড়াও জুলাই যোদ্ধাদের পক্ষে বক্তব্য রাখেন,জুলাই যোদ্ধাদের সংগঠন "ওরিয়র্স অব জুলাই" এর নেত্রকোনা জেলা শাখা সিনিয়র যুগ্ম সদস্য সচিব মোঃ মাহির আকন্দ ফয়সাল,জেলা সংগঠক ইমরান হোসেন, জুলাই যুদ্ধা মান্না, জুলাই যুদ্ধা পরশসহ আরো কয়েকজন।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com