প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৭, ২০২৫, ৪:১১ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৬, ২০২৫, ১০:৫৭ এ.এম
ঝিনাইদহে জুলাই শহিদদের স্মরণে ছাত্রদলের স্মরণ সভা

জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের স্মরণে স্মরণ সভা করেছে ঝিনাইদহ জেলা ছাত্রদল। জুলাই গণ-অভ্যুত্থানের শহিদ ও শহিদ পরিবারের স্বীকৃতি, আহতদের পুনর্বাসন, জাতীয় ঐক্য ও জুলাই গণ-অভ্যুত্থানের অংশীজনদের স্বীকৃতির দাবিতে এ স্মরণ সভার আয়োজন করা হয়। বুধবার (১৬ জুলাই) বেলা ১১টায় জেলা বিএনপির কার্যালয়ে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রদলের সভাপতি সমিনুজ্জামান সমিন স্মরণ সভায় সভাপতিত্ব করেন। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিকের সঞ্চালনায় স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ। স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু। স্মরণ সভায় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব আলম মিলু,সহ সভাপতি ইমরান হোসেন, শাহরিয়ার রাসেল, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান শাহেদ, মামুনুর রহমান মামুন, হৃদয় হোসেন, মেহেদী হাসান লাবিব প্রমুখ।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com