রংপুরের পীরগাছায় একটি একনলা ১২ বোরের বন্দুক ও ৫ রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৪৯টি ভুয়া অস্ত্রের লাইসেন্স ও বিপুল পরিমাণ জাল কাগজপত্রও জব্দ করা হয়।বুধবার (১৬ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন পীরগাছা থানার ওসি নুরে আলম সিদ্দিকী।গ্রেপ্তাররা হলেন রংপুরের মিঠাপুকুর উপজেলার খোর্দ্দ মহদীপুর এলাকার সেকেন্দার আলীর ছেলে আল-আমিন (৩০) ও শংকরপুর এলাকার নছিম উদ্দিন মাস্টারের ছেলে রেজাকুল ইসলাম তুহিন (৪৫)।পুলিশ জানায়, গত ৯ জুলাই যমুনা ব্যাংকের পীরগাছা শাখায় অস্ত্র ও গোলাবারুদ যাচাইয়ের সময় বেসরকারি নিরাপত্তা প্রহরী আল-আমিনের কাছে থাকা অস্ত্রের লাইসেন্সে ত্রুটি ধরা পড়ে। তাৎক্ষণিকভাবে এসআই সফিকুল ইসলাম আকন্দের নেতৃত্বে অভিযান চালিয়ে তার হেফাজত থেকে একটি একনলা ১২ বোরের বন্দুক, ৫ রাউন্ড গুলি এবং একটি ভূয়া লাইসেন্স জব্দ করা হয়। পরবর্তীতে লাইসেন্সের সত্যতা যাচাই করতে পঞ্চগড় জেলা প্রশাসকের কাছে পত্র পাঠানো হয়। তিনি যাচাই করে লিখিতভাবে জানান, লাইসেন্সটি তাদের কার্যালয় থেকে ইস্যু বা নবায়ন করা হয়নি।এ প্রেক্ষিতে মঙ্গলবার বিকেলে মিঠাপুকুর থানা এলাকা থেকে আল-আমিনকে গ্রেপ্তার করে পীরগাছা থানা পুলিশ। পরবর্তীতে তার তথ্যের ভিত্তিতে ওই লাইসেন্স সরবরাহকারী চক্রের মূল হোতা রেজাকুল ইসলাম তুহিনকে রংপুর কেন্দ্রীয় বাসটার্মিনাল এলাকা থেকে ৪৯টি ভূয়া অস্ত্রের লাইসেন্স ও কাগজপত্রসহ গ্রেপ্তার করা হয়।চক্রটি দীর্ঘদিন ধরে ভুয়া লাইসেন্স ও জাল কাগজপত্র তৈরি করে অবৈধভাবে অস্ত্র সরবরাহ করে আসছিল বলে পুলিশের ধারণা।ওসি নুরে আলম সিদ্দিকী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রায় ৫১টি অবৈধ অস্ত্রের সঙ্গে সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে অস্ত্র ও জালিয়াতি আইনে নিয়মিত মামলা হয়েছে। একই সঙ্গে তদন্ত ও অভিযান চলমান রয়েছে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com