ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়ন ডাওরী হাট মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত জনাব,মোঃ শহিদুল ইসলাম (অব.) সহকারী পুলিশ সুপার ও মাওলানা মোঃ ছিদ্দিকুর রহমান সহকারী প্রধান শিক্ষক ডাওরী হাট মাধ্যমিক বিদ্যালয়। আজ বেলা ১১.৩০ঘটিকার সময় ডাওরী হাট সরকারী প্রাথমিক বিদ্যালয় সরেজমিনে পরিদর্শন করেন।উনি সকল শ্রেণি কক্ষে গিয়ে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন,এবং কিছু সুপরামর্শ দেন এবং শিক্ষার্থীদের উপস্হিতি খুব ভাল এবং প্রতিটি শ্রেণিকক্ষ ভরপুর দেখে খুবই সন্তোষ প্রকাশ করেন। এবং অফিস কক্ষে শিক্ষকদের সাথে মত বিনিময় করেন এবং কিছু পরামর্শ দেন সকল বিষয়ে খুবই সন্তোষ প্রকাশ করেন।দেখা গেছে, শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোঁখে পড়ার মতো৷ প্রতিদিনের রুটিন অনুযায়ী ক্লাশ ও সব কিছু ছিল সাজা।নো গোছানো সকাল থেকেই ছাত্রছাত্রীরা নিয়মিতভাবে শ্রেণিকক্ষে উপস্থিত হয়ে পাঠগ্ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (মোঃ ইয়া হিয়া খান জানান, “আমরা আমাদের সাধ্যের সর্বোচ্চ চেষ্টা করছি শিক্ষার্থীদের নিয়মিত পাঠদানে।সকল শ্রেণীতে ঘুরে-ঘুরে ক্লাস রুম পর্যবেক্ষন করেন৷ পরিদর্শনকালে বিদ্যালয়ের শৌচাগার ও পানির ব্যবস্থাও পরিপূর্ণ৷এবং বাচ্চাদের সাথে কুশল বিনিময় করেন৷ ওকিছু দিকনির্দেশনা মূলক পরামর্শ দেন৷ সকল বিষয়ে সন্তোষ প্রকাশ করেন৷
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com