রংপুরে অপারেশন ডেভিল হান্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় যুবলীগ নেতা মোহাম্মদ আলী রোলেক্সকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর মহানগরীর ধাপ চেকপোস্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রংপুর মেট্রোপলিন পুলিশের (আরপিএমপি) কমিশনার মো. মজিদ আলী জানান, গ্রেপ্তার হওয়া যুবলীগ নেতা মোহাম্মদ আলী রোলেক্স তালিকাভুক্ত সন্ত্রাসী। শেখ রাসেল স্মৃতি সংসদের সাংগঠনিক সম্পাদক পদে ছিলেন। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই হামলা, ভয়ভীতি সৃষ্টি, নির্যাতন-নিপীড়ন ও গুলিবর্ষণের অভিযোগে মকবুল হোসেন নামে এক ব্যক্তি হত্যাচেষ্টার মামলা করেন। মোহাম্মদ আলী রোলেক্স ওই মামলার এজাহারভুক্ত আসামি।
তিনি আরও জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাধা সৃষ্টি থেকে শুরু নস্যাৎ করতে রংপুর মহানগরীতে যে কয়েকজন মাস্টারমাইন্ড ছিলেন, তাদের মধ্যে যুবলীগের মোহাম্মদ আলী রোলেক্স ছিলেন অন্যতম।
এদিকে গতকাল বুধবার রাতে পুলিশের অভিযানে গ্রেপ্তার হন মহানগর মৎস্যজীবী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় মামলা রয়েছে।
মৎস্যজীবী লীগ নেতা মোস্তাফিজুর রহমান এর আগে মহানগর আওয়ামী লীগের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (সিটিএসবি) আবু সালেহ মো. আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করেন।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com