গোপালগঞ্জে জাতীয় গণতান্ত্রিক পার্টি (এনসিপি) আয়োজিত পদযাত্রায় হামলার প্রতিবাদে রাজবাড়ীতে সড়ক অবরোধ (ব্লকেড) কর্মসূচি পালন করেছে দলটি। বুধবার বিকেল ৪টা থেকে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে এ কর্মসূচি শুরু হয়। পরে বিকেল ৫টা ৪৫ মিনিটে ব্লকেড তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।ব্লকেড চলাকালে ঢাকাগামী ও খুলনাগামী মহাসড়ক এবং রাজবাড়ী-ফরিদপুর আঞ্চলিক মহাসড়কে শত শত যানবাহন আটকে পড়ে, সৃষ্টি হয় তীব্র যানজট। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা।এ সময় এনসিপি নেতাকর্মীরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। কর্মসূচিতে সংহতি জানিয়ে যোগ দেন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’সহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও।বক্তারা অভিযোগ করেন, গোপালগঞ্জে শান্তিপূর্ণ পদযাত্রায় পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিও জানান তারা।এনসিপির নেতা গাজী জাহিদ হাসান বলেন, “যতক্ষণ পর্যন্ত আমাদের নেতাকর্মীরা গোপালগঞ্জ থেকে নিরাপদে ফরিদপুর পৌঁছাবে না, ততক্ষণ পর্যন্ত এ ব্লকেড কর্মসূচি চলবে। রাতের মধ্যে নেতাকর্মীরা ফরিদপুরে অবস্থান নেবে এবং আগামীকাল সকাল ১০টায় ফরিদপুরে পদযাত্রা শেষে সমাবেশ অনুষ্ঠিত হবে। বিকেলে রাজবাড়ীতেও সমাবেশ হবে।”রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান বলেন, “ব্লকেড কর্মসূচির কারণে অনেক যানবাহন আটকে পড়েছে। আমরা এনসিপি নেতাদের সঙ্গে কথা বলেছি এবং দ্রুত কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানিয়েছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।”
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com