প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৭, ২০২৫, ১১:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৭, ২০২৫, ১২:২৫ এ.এম
ক্ষেতলাল বজ্রপাতে স্পৃষ্ট কলেজছাত্রের মৃত্যু

জয়পুরহাটের ক্ষেতলালে বজ্রপাতে স্পৃষ্ট হয়ে আব্দুল হান্নান (২৫) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ জুলাই) দুপুর ২ টায় উপজেলার মামুদপুর ইউনিয়নের আমিড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল হান্নান সরকারি মুজিবর রহমান আক্কেলপুর কলেজের হিসাববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি উপজেলার মামুদপুর ইউনিয়নের আমিড়া গ্রামের হাফিজার রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আমন মৌসুমে বাবার কাজে সহযোগিতা করতে ধানের চারা রোপণের প্রস্তুতি নিতে আছরাঙ্গা দিঘীর পচ্চিম পাড়ে বীজতলায় গিয়েছিলেন আব্দুল হান্নান। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে নিরাপদ স্থানে যাওয়ার আগেই বজ্রস্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার অকাল মৃত্যুতে, পরিবার ও গ্রামবাসী কিছুতেই মেনে নিতে পারছে না ।তার কলেজের সহপাঠীরা জানাই হান্নান খুব ভালো ও মেধাবী ছাত্র ছিল।
ক্ষেতলাল থানার পরিদর্শক (তদন্ত) এস এম কামাল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com