দেবহাটায় ভাঙ্গা ঘরের টিন ও চেক বিতরন করলেন নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান।
দেবহাটায় অসহায় ও দুঃস্থ গৃহহীনদেরকে ভাঙ্গা ঘর মেরামত করার জন্য টিন ও চেক বিতরণ করলেন, বুধবার ১৬ জুলাই দুপুর ২টার দিকে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান উপজেলার ২জন গৃহহীনকে টিন ও চেক প্রদান করেন। সম্প্রতি ঐ দুজন ব্যক্তির বসতঘর ভেঙ্গে যাওয়ায় তারা বসন্তপুর এলাকার একটি মাদ্রাসায় পরিবার পরিজন নিয়ে বসবাস করছিল। কিন্তু মাদ্রাসাটিও বন্ধ থাকায় ঐ পরিবার ২টি মানবতার জীবনযাপন করছিল। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারের নজরে আনলে তিনি খোঁজখবর নিয়ে বুধবার উপজেলা পরিষদ চত্বর থেকে এই টিন ও চেক প্রদান করেন। উক্ত টিন ও টাকা পেয়ে দুই পরিবারের সদস্যরা আনন্দে আত্মহারা হয়েছে। এসময় উপজেলা নির্বাহী অফিসারের সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন কুমার, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, দেবহাটা উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক আব্দুল হাবিব মন্টু ও ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হাই প্রমুখ।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com