প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৮, ২০২৫, ২:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৭, ২০২৫, ১:০০ এ.এম
বেতাল বহুমুখী উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি হলেন আব্দুল কুদ্দুস

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বেতাল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৪ সদস্যের এডহক কমিটির অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা। এতে আব্দুল কুদ্দুস মিয়া(রতন)কে বোর্ড কর্তৃক সভাপতি মনোনীত করা হয়েছে।
বুধবার (১৬জুলাই) বোর্ডের বিদ্যালয় পরিদর্শক এর সই করা বেতাল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর প্রেরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
তাছাড়া পদাধিকারবলে প্রধান শিক্ষককে সচস্য সচিব,মোঃ খোকন মিয়াকে অভিভাবক প্রতিনিধি ও মো: রুকুনুজ্জামান আকন্দকে শিক্ষক প্রতিনিধি করা হয়।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com