প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৯, ২০২৫, ১০:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৭, ২০২৫, ১:০১ এ.এম
শেখহাটী তপনভাগ যুক্ত মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই শহীদ দিবস পালিত

নড়াইলের শেখহাটী তপনভাগ যুক্ত মাধ্যমিক বিদ্যালয়ে যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত হয়েছে।
বুধবার (১৬ জুলাই) বিদ্যালয়ের কনফারেন্স রুমে স্বৈরাচার সরকার পতন আন্দোলনে আত্মদানকারীদের স্মরণে "জুলাই শহীদ" পালিত হয়েছে।
এ উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।এছাড়াও বিদ্যালয়ের কনফারেন্স রুমে সকল শিক্ষার্থীদের উপস্থিতিতে ২০২৪ এর জুলাই মাসের কোটা আন্দোলন এর পটোভূমি, কোটা আন্দোলন এর অগ্রগতি এবং এরই ধারাবাহিকতায় স্বৈরাচারী সরকার (শেখ হাসিনার সরকার) পতনের ইতিহাস ও এ আন্দোলনে আত্মত্যাগকারী শহীদ ছাত্র-জনতাদেরকে স্মরণ করে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ শাহীদ আলী ও প্রধান শিক্ষক মোঃ আজম খাঁন ।
আলোচনা শেষে সকল শহীদদের আত্মার মাগফিরাত কয়ামনা করে মিলাদ অনুষ্ঠান ও মোনাজাত করা হয়।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com