জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম গোপালগঞ্জে আওয়ামী লীগের হামলার প্রতিবাদে খুলনায় এক সংবাদ সম্মেলন আয়োজন করেছেন। বুধবার (১৬ জুলাই) রাতে খুলনা প্রেসক্লাবে অনুষ্ঠিত এই সম্মেলনে তিনি দাবি করেছেন যে, আওয়ামী লীগ পূর্বপরিকল্পিতভাবে এনসিপির শান্তিপূর্ণ সমাবেশে হামলা চালিয়েছে। নাহিদ ইসলাম বলেন, ‘তাদের আচরণ এখন জঙ্গি বাহিনীর মতো।’
তিনি আরও উল্লেখ করেন, ‘গোপালগঞ্জে শুধু আওয়ামী লীগ নয়, যে কোনো রাজনৈতিক দলের সভা-সমাবেশ করার অধিকার আছে, এটা এনসিপি প্রমাণ করেছে।’ নাহিদ ইসলাম জানান, ‘যত বাধাই আসুক, পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী “জুলাইয়ের দেশ গড়ার পদযাত্রা” কর্মসূচি দেশের সব জেলায় অনুষ্ঠিত হবে।’
হামলার প্রতিবাদে এনসিপি আগামীকাল বৃহস্পতিবার (১৭ জুলাই) সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বলেও তিনি জানান। প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে নাহিদ বলেন, ‘যদি প্রশাসন আরও সচেতন হতো, তাহলে হয়তো এমন হামলা এড়ানো যেত। আমরা ২৪ ঘণ্টার মধ্যে হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি।’
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com