নওগাঁর মান্দায় ২০২৫-২০২৬ অর্থবছরের গ্রামীণ সড়ক মেরামত, সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ কাজের আবেদনকারীদের স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ প্রদানের ক্ষেত্রে উন্মুক্ত লটারি পদ্ধতিতে অসহায়, দুঃস্থ ও কর্মক্ষম মহিলা (এলসিএস) কর্মী নিয়োগ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) বিকেলে উপজেলা হলরুমে এই লটারি অনুষ্ঠিত হয়। ৩৫০ জন আবেদনকারীর মধ্যে যাচাই-বাছাই শেষে ১০৮টি আবেদন বাতিল করা হয়। আবেদন কারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে নতুন করে ৪৭ জন নারীকে নির্বাচিত করা হয়। এবং ১৬ জন পুরাতন নারী কর্মীকেও বহাল রাখা হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মান্দা উপজেলা প্রকৌশলী মোঃ আবু সায়েদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম, সার্ভেয়ার খলিলুর রহমান, ইউপি চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল, আব্দুল মতিন মন্ডল, মোখলেসুর রহমান কামরুল, ও গোলাম মোস্তফাসহ এলজিইডির অন্যান্য কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মোঃ আবু সায়েদ জানান, গ্রামীণ অবকাঠামো উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। নিয়োগপ্রাপ্ত নারীরা রুটিন মেইনটেনেন্স প্রকল্পের আওতায় বিভিন্ন সড়কের রক্ষণাবেক্ষণে অংশগ্রহণ করবেন।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com