প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৯, ২০২৫, ১০:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৭, ২০২৫, ১:২৫ এ.এম
বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয়ে দুর্নীতি’র অভিযোগ

বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু মামুনের দুর্নীতি, অনিয়ম ও অর্থ আত্মসাত এর অভিযোগের ব্যাপারে তদন্ত পূর্বক বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষা সচিবের নিকট লিখিত আবেদন করেছেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী এ্যাডভোকেট এম.মাসুদ হাওলাদার।
শিক্ষা সচিব বরাবরে লিখিত অভিযোগ উল্লেখ করা হয়, ৭ জুলাই বরিশালের স্থানীয় ও জাতীয় পত্রিকায় বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু মামুনের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও অর্থ আত্মসাত এর অভিযোগের বিষয়টির গুরুত্ব অনুধাবন করি।
এছাড়া বিভিন্ন অনলাইন প্লাটফর্ম এর মাধ্যমেও বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু মামুনের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও অর্থ আত্মসাত এর অভিযোগ সম্পর্কে নিশ্চিত হই। এমতাবস্থায় বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু মামুনের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও অর্থ আত্মসাত এর জন্য তদন্ত পুর্বক তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করে বর্তমান পদ থেকে বরখাস্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা উল্লেখ করা হয় আবেদনে।
এ ব্যাপারে বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী এ্যাডভোকেট এম.মাসুদ হাওলাদার বলেন, আমি শিক্ষা মন্ত্রনালয়ের সিনিয়র সচিবের নিকট জনস্বার্থে লিখিত আবেদন করেছি। একটি সরকারি প্রতিষ্ঠানে দুর্নীতি, অনিয়ম ও অর্থ আত্মসাৎ এর ঘটনা দুঃখজনক। তিনি আবেদনের অনুলিপি দুদকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রদান করেন।
উল্লেখ্য, বরিশালের স্থানীয় ও জাতীয় পত্র-পত্রিকায় এবং অনলাইন গণমাধ্যমে বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু মামুনের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও অর্থ আত্মসাত শীর্ষক শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদগুলো এ্যাডভোকেট এম.মাসুদ হাওলাদারের দৃষ্টিগোচর হলে তিনি ১৪ জুলাই শিক্ষা সচিব বরাবরে লিখিত অভিযোগ করেন।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com