প্রিন্ট এর তারিখঃ জুলাই ২০, ২০২৫, ১২:০১ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৭, ২০২৫, ৯:১৪ এ.এম
ঈশ্বরদীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নিহত ১

১৭ জুলাই ২০২৪ – পাবনার ঈশ্বরদী বিমানবন্দর সড়কে এক ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। স্থানীয়দের মতে, এই সড়কটি নিয়মিত দুর্ঘটনার শিকার হচ্ছে।
জানা গেছে, আজ ভোরে ঈশ্বরদী বিমানবন্দর রোডে দুটি দ্রুতগামী যানবাহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহত ব্যাক্তিকে হাসপাতালে নেওয়ার ৩০ মিনিট পরেই মারা যান। নিহতের পরিচয় এখনও জানা যায়নি।
এলাকার সাধারণ মানুষের মধ্যে সড়ক নিরাপত্তা নিয়ে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, এই সড়কে প্রায় প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।
ঈশ্বরদী থানা পুলিশ জানিয়েছে, অতিরিক্ত গতিই এসব দুর্ঘটনার মূল কারণ। পুলিশ প্রশাসন সবাইকে দ্রুত গতিতে গাড়ি চালানো থেকে বিরত থাকতে এবং সাবধানে চলাচল করতে অনুরোধ জানিয়েছে।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় প্রশাসন সড়কের নিরাপত্তা ব্যবস্থা জোরদারে কী পদক্ষেপ নেয়, সেটাই এখন দেখার বিষয়।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com