মানিকগঞ্জের সিংগাইর উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের ২৫ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ ও চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
সোমবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১১ টার দিকে জেলা ও দায়রা জজ আদালতে আসামিরা আত্মসমর্পণ করলে বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরা প্রত্যেকে ৬ সপ্তাহের জন্য উচ্চ আদালতের জামিনে ছিলেন। এদিকে আরোও ৩ জন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে তাদেরও জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরনের আদেশ দেন আদালত।
কারাগারে যাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন সিংগাইর পৌরসভার সাবেক প্যানেল মেয়র মো.সমেজ উদ্দিন,কাউন্সিলর মো.রিয়াজুল ইসলাম,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো.রমিজউদ্দিন। অন্যদের মধ্যে রাকিবুল হাসান রকি,এফ.এম শরিফুল ইসলাম কাজল,গিয়াসউদ্দিন, আমজাদ হোসাইন,আবুল কালাম,ফিরোজ কবির,আলমগীর মিয়া,মানিক মিয়া,ইলিয়াস হোসেন লিটন,মাসুদ শেখ,কালাম,সওকত আজগর,শরিফুল ইসলাম,জসিমউদ্দিন,মাহবুবুর রহমান খোকন,সাত্তার খান,আবুল কালাম,সায়েস্তা খান ও মনতাজ মিয়া।
জামিনের শর্ত অনুযায়ী সময়সীমা শেষে আজ আদালতে আত্মসমর্পণ করলে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন তাদের ।
গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পরবর্তী সময়ে নাশকতা ও হত্যা মামলার অভিযোগে দায়েরকৃত ২২ আসামি উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষে জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ ও আরো ৩ জন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে জামিন না মঞ্জুর করে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন ।
আদালত ও আসামিপক্ষের আইনজীবীর সূত্র জানান, আত্মসমর্পণকারীরা জামিন চেয়ে আদালতে আবেদন জানালেও বিচারক জামিন মঞ্জুর না করে কারাগারে পাঠানোর আদেশ দেন সবাইকে।
পুলিশ সূত্র জানায়, আত্মসমর্পণকারী নেতাকর্মীদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা।
মানিকগঞ্জ জেলা কোর্ট ইন্সপেক্টর আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে জানান,আত্মসমর্পণকারীরা বিভিন্ন মামলায় উচ্চ আদালতের ৬ সপ্তাহের জামিনে ছিলেন। সেই সময়সীমা শেষ হলে আজ সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে জামিন চেয়ে জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে বিচারক জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com