প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৮, ২০২৫, ৫:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৭, ২০২৫, ৯:৪১ এ.এম
তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে গাজীপুর মহানগরের শিববাড়িতে যুবদলের বিক্ষোভ মিছিল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও অপমানজনক বক্তব্যের প্রতিবাদে গাজীপুরে যুবদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে গাজীপুর মহানগরের শিববাড়িতে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন গাজীপুর মহানগর যুবদলের আহবায়ক মোঃ সাজেদুল ইসলাম, সদস্য সচিব মাহমুদ হাসান রাজু , যুগ্ম আহব্বায়ক ও সদস্যবৃন্দ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
অন্যান্যদের মধ্যে গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সদস্য ও কাউলতিয়া সাংগঠনিক যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম মামুন বলেন, "তারেক রহমান শুধু বিএনপির নয়, দেশের গণতন্ত্রকামী মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তাঁর বিরুদ্ধে অপমানজনক বক্তব্য মেনে নেওয়া যায় না। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।"
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় যুবদল, ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা। তাঁরা সকলেই হাতে ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে অপমানজনক বক্তব্যের প্রতিবাদ জানান এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
প্রতিবাদকারীরা দাবি করেন, এ ধরনের বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করার অপচেষ্টা, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বিক্ষোভ শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তিকারীদের অবিলম্বে ক্ষমা চাইতে হবে, অন্যথায় দেশব্যাপী আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com