সমস্যার নাম হয়ে দাঁড়ায় জলাবদ্ধতা। এলাকাবাসীর অভিযোগ, একটানা কিছুক্ষণ বৃষ্টিতেই গুরুত্বপূর্ণ বেশকিছু সড়ক বেহালাবস্থায় যায় দেখা। ফলে চরম দুর্ভোগে পড়েন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।বৃষ্টির পানি জমে থাকা এখন যেন রায়বাজারের নিয়মিত চিত্র। বিশেষ করে, রায়বাজার প্রধান/অপ্রধান সড়কগুলোতে পানি জমে (সংযুক্ত ছবি)। এতে করে যানবাহন চলাচল বিঘ্নিত হয় এবং সৃষ্টি হয় রোগ। শিক্ষার্থী, কর্মজীবী মানুষসহ সাধারণ পথচারীদের দুর্ভোগ সীমা ছাড়িয়ে যাচ্ছে।“প্রতিবার বৃষ্টি হলে ঘর থেকে বের হওয়াই দুঃসাহসিক কাজ হয়ে পড়ে। কেহই ঠিকভাবে চলতে পারে না।”- বলেন স্থানীয় বাসিন্দা জাহাঙ্গী মিয়া।এলাকাবাসীর অভিযোগ, নিষ্কাশন ব্যবস্থার যথাযথ উন্নয়ন না হওয়ায় এই পরিস্থিতি দীর্ঘদিন ধরেই চলমান। ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা, ময়লা-আবর্জনায় ড্রেনের মুখ বন্ধ হয়ে থাকা এবং সঠিক রক্ষণাবেক্ষণের অভাবই এই সমস্যার মূল কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে।মিয়া সুলেমান, ইংরেজী শিক্ষক মনে করেন, রায়বাজারের মতো ঘনবসতিপূর্ণ এলাকায় পানি নিষ্কাশনের আধুনিক ও পরিকল্পিত ব্যবস্থা না থাকলে ভবিষ্যতে পরিস্থিতি আরও নাজুক হতে পারে।এলাকাবাসীর দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিয়ে ড্রেনেজ ব্যবস্থা উন্নত করুক এবং জলাবদ্ধতার এই চিরচেনা দুর্ভোগের স্থায়ী সমাধান করুক।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com