পাচারের উদ্দেশ্যে অবৈধভাবে আটক রাখা ৮০টি টিয়া পাখি উদ্ধার করে অবমুক্ত করেছে।ঘটনাটি ঘটেছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের করিমবাজার এলাকায়। গোপন সংবাদের ভিত্তিতে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, রাজশাহী এবং পুলিশ বাহিনীর সহায়তায় বুধবার দিনব্যাপী অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: তৌফিক আজিজ। অভিযানে পাল্ম হেডেড পারাকিট ও রোজ রিং জাতের ৮০টি টিয়া পাখি উদ্ধার করা হয়। বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর ৬(১)ধারা লঙ্ঘনের অপরাধে মোবাইল কোর্টে অবৈধভাবে টিয়া পাখি ধরার অপরাধে যশোর থেকে আগত শওকাত (৭০)কে ২০ দিন ও খুলনা থেকে আগত শওকাতের সহযোগীকে তিন দিন বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন।উদ্ধারকৃত পাখিগুলো বুধবার রাত ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মো: আজাহার আলীর উপস্থিতিতে প্রকৃতিতে অবমুক্ত করা হয়। উপজেলা প্রশাসন জানিয়েছে, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সর্বদা সচেষ্ট এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com