প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৯, ২০২৫, ৮:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৭, ২০২৫, ৯:৫৫ এ.এম
পীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা

পীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। নিহত ২, পুলিশ সহ আহত ১৫।
পীরগঞ্জেের বিশ মাইল নামক স্থানে, মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায়, ২ বাস যাত্রী নিহত ছাড়াও ২ পুলিশ সদস্যসহ ১৫ বাস যাত্রী গুরুতর আহত হয়েছে।এ ঘটনা ঘটেছে, গত বুধবার দিবাগত গভীর রাতে, ঢাকা রংপুর মহাসড়কের- পীরগঞ্জ উপজেলাধীন ২০ মাইল নামক স্থানে।পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় বিশ মাইল নামক স্থানে - একটি পণ্যবাহী ট্রাক রাস্তার পার্শে দাঁড়িয়ে ছিল। বড়দরগা হাইওয়ে পুলিশের টহল টিম উক্ত স্থানে পৌঁছে,দাড়ীয়ে থাকা ট্রাকটির সামনে পুলিশের পিকআপ দাঁড় করিয়ে, ট্রাকটির দাঁড়িয়ে থাকার কারণ জানার সময়, জামালপুর থেকে আসা - পঞ্চগড় গামী যাত্রীবাহী বাস অরিণ পরিবহন -( যাহার নম্বর ঢাকা মেট্রো ব, ১২-৪৫১৬) এর চালক নিয়ন্ত্রণ হারিয়ে, দাঁড়িয়ে থাকা ট্রাক এর সাথে ধাক্কা খেয়ে ট্রাকের সামনে দাড়িয়ে থাকা পুলিশের পিকআপটিতে ধাক্কা খেয়ে রাস্তার পার্শ্বের লেনে আটকে যায়। এতে,যাত্রীবাহী বাসের অজ্ঞাত ২ যাত্রী নিহত হয় এবং কমপক্ষে ১৫ যাত্রী গুরুতর আহত ছাড়াও, হাইওয়ে পুলিশের কনস্টেবল মিজানুর রহমান এবং পিকআপ ভ্যানে থাকা, পুলিশের সার্জেন্ট পলাশ চন্দ্র পাল আহত হয়।পরে সংবাদ পেয়ে, পুলিশ, সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে - নিহত যাত্রীদের উদ্ধার এবং আহত যাত্রীদের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। অপরদিকে, পুলিশের সার্জেন্ট পলাশ চন্দ্র পালকে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং কনস্টেবল মিজানুর রহমানের থেতলে যাওয়া দুই পাঁ সহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, পরবর্তীতে ঢাকায় পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।
ছবিতে,, দুর্ঘটনা কবলিত যাত্রীবাহী বাস এবং হাইওয়ে পুলিশের পিকআপ ভ্যান।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com