প্রিন্ট এর তারিখঃ জুলাই ২০, ২০২৫, ৮:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৭, ২০২৫, ১০:৪১ এ.এম
কালীগঞ্জে খেলার মাঠ উদ্বোধন করায় আনন্দে ভাসছে গ্রামের যুব সমাজ

গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের দড়িসোম এলাকায় উপজেলা শিশু পার্ক সংলগ্ন ¯্রােতস্বিনী শীতলক্ষা নদীর তীরে নয়নাভিরাম স্থানে খেলাধুলার জন্য মাঠ উদ্বোধন করায় স্থাণীয় যুব সমাজ আনন্দে ভাসছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে খেলাধুলার মাঠ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ। কালীগঞ্জ পৌর ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মো. আলী হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরী তাসমিন উর্মি।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ বলেন, আমাদের খেলাধুলার স্থান সংকুচিত হয়ে পড়ছে। যুব সমাজ যেনো বিপদগামী না হয় সেদিকে লক্ষ্য রেখে আমাদেরকেই খেলাধুলার পরিবেশ সৃষ্টি করে দিতে হবে। খেলাধুলার পরিবেশ থাকলে যুব সমাজ ধংসের দিকে যাবে না, মাদক থেকে তারা দুরে থাকবে। খেলাধুলার পরিবেশ না থাকায় যুবকরা বিপদগামী হচ্ছে। যুবকরা জড়িয়ে পড়ছে মাদকসহ নানা অপকর্মে।
বিশেষ অতিথি সহকারী কমিশনার (ভূমি) নুরী তাসমিন উর্মি বলেন, পর্যাপ্ত খেলাধুলার জায়গা পেলে পড়ালেখার পাশাপাশি যুব সমাজ মননশীল হয়ে গড়ে উঠবে। তাই আমরা যে যার অবস্থান থেকে যুব সমাজের জন্য খেলাধুলার পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করবো।
স্থাণীয় যুব সমাজের অনেকেই জানান, এখন থেকে এই মাঠে অনুশীলন করতে পারবেন তারা। সেই সাথে নতুন নতুন খেলোয়ার তৈরি হবে। বিভিন্ন খেলার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন তারা।
এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থাণীয় সাংবাদিক, ব্যবসায়ী সহ উপজেলা ও পৌর ভূমি অফিসের অন্যান্য কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com