বাগেরহাটে আলোচিত জুলাই মাসের গণহত্যার অর্থদাতা হিসেবে অভিযুক্ত বনবিভাগের আউটসোর্সিং ঠিকাদার তুহিনের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল ১০টায় বাগেরহাট-খুলনা মহাসড়কের বনবিভাগের সামনে এ কর্মসূচি পালন করে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী।মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আওয়ামী ঘনিষ্ঠ ঠিকাদার গাজী এল.এ লিমিটেড এর মালিক পক্ষ তুহিন সরকারি প্রভাব কাজে লাগিয়ে দুর্নীতির মাধ্যমে অর্থ উপার্জন করে তা ব্যবহার করছে সন্ত্রাসী কর্মকাণ্ডে। তাদের দাবি, শেখ তন্ময়ের প্রভাবশালী ছত্রছায়ায় তুহিন বহুদিন ধরে বনবিভাগে অনৈতিক প্রভাব বিস্তার করছে এবং তার অর্থায়নেই জুলাইয়ের ঘটনায় রক্ত ঝরেছে।বক্তারা বলেন, আমরা কোনো রাজনৈতিক প্রতিহিংসা নয়, ন্যায়বিচার চাই। যারা গণহত্যার অর্থ জুগিয়েছে, তাদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। তুহিন এর ঠিকাদারি প্রতিষ্ঠান গাজী এল.এ লিমিটেডকে তালিকা থেকে বাদ দিতে হবে এবং তার প্রতিষ্ঠানকে লাল তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে।মানববন্ধনে এসকে বদরুল, ফকির মাসুম বিল্লাহ, মাসুম ফকির, রায়হান জোয়াদ্দার, মাসুদুল ইসলাম, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, শেখ ইমদাদ হোসেন ইমা, ফয়সাল আহমেদ জিকু সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে এবং তুহিনের শাস্তি দাবিতে স্লোগান দেন। তারা বনবিভাগ থেকে আউটসোর্সিং ঠিকাদারি বাতিলেরও দাবি জানান।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com