
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহ জাতীয়তাবাদী যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অংনুষ্ঠিত হয়েছে। দেশব্যাপী আইন শৃংঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল। বৃহস্পতিবার সকালে জেলা যুবদলের আয়োজনে শহরের উজির আলী স্কুল মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্বরে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ। এতে জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা যুবদলের সভাপতি আহসান হাবীব রণক, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু,ঝিনাইদহ সদর উপজেলা বিএনপি’র সভাপতি সাবেক সফল ভিপি এ্যাডঃ কামাল আজাদ পান্নু।
ঝিনাইদহ সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন আলম, জেলা যুবদলের সহ-সভাপতি নাছের হাসান সোহাগসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সমাবেশে বক্তারা, সারা দেশের আইন শৃংঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদ জানান । তারা বলেন, নির্বাচিত সরকার ছাড়া সার্বিক পরিস্থিতির উন্নয়ন সম্ভব নয়। তাই নির্ধারিত সময়ে নির্বাচন দিয়ে জনগনের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করার জন্য সরকারের প্রতি আহবান জানান।