প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৮, ২০২৫, ৪:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৭, ২০২৫, ১১:৪৬ এ.এম
মানিকছড়িতে অপহরণকারীদের হাতে নিহত সোহেলের পরিবারের পাশে জেলা বিএনপি

খাগড়াছড়িতে মানিকছড়িতে অপহরণের পর হত্যার শিকার মাদরাসাছাত্র মো. সোহেলের পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা বিএনপি। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ ওয়াদুদ ভূইয়ার পক্ষে জেলা বিএনপির নেতৃবৃন্দ উপজেলার ছদুরখীল সোহেলের বাড়িতে গিয়ে তার পরিবারের হাতে এক লাখ টাকা তুলে দেন। এ সময় বিএনপির নেতৃবৃন্দ ঘটনার নিন্দা ও সুষ্ঠু তদন্তের দাবি জানান এবং দোষীদের বিচারে ঐ পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজা, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মো. এনামুল হক এনাম, সিনিয়র সহ-সভাপতি মো. আরব আলী, সাধারণ সম্পাদক মো. মীর হোসেন, যুগ্ম সম্পাদক আবুল কাশেম ও ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল উদ্দিন সরকারসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।
উল্লেখ্য, মানিকছড়ি উপজেলার বুদংপাড়ার একটি ছড়া থেকে অপহরণের ১২ দিন পর বুধবার (১৬ জুলাই) বিকেলে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় ৭ম শ্রেণির মাদরাসা ছাত্র মো. সোহেল এর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে যৌথবাহিনি। নিহত সোহেল ছদুরখীল এলাকার বাসিন্দা আবদুল রহিম প্রকাশ গফুর আনসারের বড় মেয়ে রাবেয়া আক্তার ও আবদুল জলিল দম্পতির একমাত্র ছেলে এবং গোরখানায় প্রতিষ্ঠিত শাহানশাহ হক ভান্ডারী সুন্নিয়া দাখিল মাদরাসার ছাত্র ছিল।
এর আগে গত ৪ জুলাই রাতে উপজেলার বাটনাতলী ইউনিয়নের ছদুরখীল এলাকা সংলগ্ন দোকান থেকে নিজ বাড়ীতে ফেরার পথে মোঃ সোহেল নিখোঁজ হয়। এ ঘটনার পর গত ১১ই জুলাই মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে অপহরণ ও সহায়তা করার অপরাধে ৫ জনের নাম উল্লেখ করে সোহেলের নানা আবদুর রহিম প্রকাশ গফুর আনসার অপহরণ মামলা দায়ের করলে প্রযুক্তির সহায়তায় ঘটনার সাথে জড়িত সম্বু কুমার ত্রিপুরা, মো. মাঈন উদ্দিন, মো. ইয়াছিন মিয়া ও আদি কুমার ত্রিপুরাকে আটক করে পুলিশ।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com