প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৮, ২০২৫, ৫:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৭, ২০২৫, ১১:৪৭ এ.এম
গোলাপগঞ্জের ৫ আওয়ামী লীগ নেতাকে কারাগারে প্রেরণ

বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ের একাধিক হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি গোলাপগঞ্জে আওয়ামী লীগের পাঁচ নেতাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
বুধবার হাইকোর্ট থেকে প্রাপ্ত ৮ সপ্তাহের জামিন শেষে তারা সিলেট জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
অভিযুক্তরা হলেন গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা আকবর আলী ফখর, আমুড়া ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরান হোসেন, গোলাপগঞ্জ পৌরসভার কাউন্সিলর ফজলুর রহমান, উপজেলা আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম এবং আওয়ামী লীগ নেতা সাদেক আহমেদ।জানা গেছে, এই পাঁচ নেতার বিরুদ্ধে জুলাই ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ের একাধিক হত্যা মামলা রয়েছে। এজাহারভুক্তরা উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় তারা নিয়ম অনুযায়ী বুধবার সিলেটের আদালতে আত্মসমর্পণ করে স্থায়ী জামিন প্রার্থনা করলে আদালতে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com