প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৮, ২০২৫, ৪:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৭, ২০২৫, ১২:০০ পি.এম
খুলনার শিরোমনি শিল্পাঞ্চলের শ্যামগঞ্জ এলাকায় সার গুদাম ও ঘাট হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ত্রি- বার্ষিক নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে

১৭/০৭/২৫ ইং বৃহস্পতিবার শতভাগ গণতান্ত্রিক প্রক্রিয়ায়, শ্রম আইন মোতাবেক, অত্যান্ত সুষ্ট ও শান্তিপূর্ণভাবে নির্বাচন কার্যক্রম সম্পন্ন হয়। ভোটারদের ব্যাপক উৎসাহ ও উদ্বিপনার মধ্যে দিয়ে সকাল ৯ টা থেকে বেলা ৪ টা পর্যন্ত সার গুদাম শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে চলে এ ভোটগ্রহণ। প্রতিদ্বন্দিতাপূর্ণ নির্বাচনে সভাপতি পদে শামিম হোসেন চেয়ার প্রতিক নিয়ে নির্বাচিত হয়েছেন (প্রাপ্ত ভোট-৪৯) এবং সাধারণ সম্পাদক পদে মোঃ ইসমাঈল হোসেন দোয়াত প্রতিক নিয়ে ৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। এছাড়াও নির্বাচনে সহ-সভাপতি পদে মোঃ রাছেল গাজী বিনা প্রতিদ্বন্দ্বিতায়, সহ-সাধারন সম্পাদক পদে মোঃ আলম হাওলাদার ইলিশ প্রতিক নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় , সাংগঠনিক সম্পাদক পদে মোঃ রিয়াজুল হাওলাদার শাপলা ফুল প্রতিক নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায়, প্রচার সম্পাদক পদে ঘড়ি প্রতিক নিয়ে শেখ রাজা রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং কোষাধক্ষ পদে মোঃ সামসুর রহমান টুপি প্রতিকে ৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন বেসরকারী পাট, সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক সাইফুল্লাহ তারেক। এছাড়াও বিশিষ্ট সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস এবং আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন।
নির্বাচন পরিচালনা কমিটি সুত্রে জানা যায়, খুলনা শিরোমনি শিল্পাঞ্চলের শ্যামগঞ্জ এলাকায় সার গুদাম ও ঘাট হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন নির্বাচনে মোট ৭টি পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করে। ইউনিয়নের মোট ৯৩ জন ভোটারের মধ্যে ৯২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। নির্বাচন অত্যান্ত সুষ্ট ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে নির্বাচনের কাজে সংশ্লিষ্ট পুলিশ, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ইউনিয়নের সকল নেতৃবৃন্দ, সদস্যসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
দীর্ঘ ২০ বছর পর শ্রমিকরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিজেদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করতে পেরে তারা আনন্দে আবেগ আপ্লূত হয়ে উঠেন।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com