সারাদেশে চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং অন্তর্বর্তী সরকারের ‘নির্লিপ্ততার’ প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী যুবদল রাজবাড়ী জেলা শাখা।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বেলা ১২টার দিকে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয় বিক্ষোভ মিছিলটি। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ।
সমাবেশে বক্তব্য রাখেন যুবদল রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক খায়রুল আনাম বকুল, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নেকবার হোসেন মনি, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন সম্রাট, যুগ্ম আহ্বায়ক কাওসার মাহমুদ এবং পৌর যুবদলের আহ্বায়ক গোলাম মহিউদ্দিন গিটার।
বক্তারা বলেন, “৫ আগস্টের পর দেশে স্বাধীনতাবিরোধী গোষ্ঠীর আস্ফালন বেড়ে গেছে। তারা পরিকল্পিতভাবে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ ও অবমাননাকর বক্তব্য দিচ্ছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”
তারা আরও বলেন, “দেশের মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। অথচ অন্তর্বর্তী সরকার এসব বিষয়ে নির্লিপ্ত ও উদাসীন ভূমিকা পালন করছে। যুবদল এর তীব্র প্রতিবাদ জানায় এবং ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয়।”
বিক্ষোভ সমাবেশে যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা প্ল্যাকার্ড, ব্যানার ও স্লোগানের মাধ্যমে সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com