প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৮, ২০২৫, ৮:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৮, ২০২৫, ১:০৯ এ.এম
গোপালগঞ্জে হামলার প্রতিবাদে বগুড়ায় জামায়াতের বিক্ষোভ

গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে শহরের নবাববাড়ী সড়কে এ কর্মসূচি পালন করা হয়।
বগুড়া শহর জামায়াতের আয়োজনে দলটির স্থানীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন বগুড়া-৬ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, শহর সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক, রফিকুল আলম, রিয়াজ উদ্দিন, আল-আমিন, আজগর আলী, আব্দুস ছালাম তুহিন প্রমুখ।
নেতারা অভিযোগ করেন, গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতিতে ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা নৃশংস হামলা চালিয়েছে। তাদের ভাষ্য, এ ঘটনায় দেশের জনগণের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।
সমাবেশে বক্তারা আরও বলেন, “ছাত্র-জনতার চলমান গণআন্দোলনে পরাজিত হয়ে আওয়ামী লীগ এখন সন্ত্রাস ও দমনপীড়নের পথ বেছে নিয়েছে। শেখ হাসিনার অনুসারীরা সুস্থ রাজনীতির অযোগ্য হয়ে পড়েছে। তারা এক ধরনের উগ্রবাদী আচরণে জড়িয়ে পড়েছে।”
বক্তারা অবিলম্বে গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে “আওয়ামী জঙ্গি গোষ্ঠী” নির্মূলে চিরুনি অভিযান চালানোর দাবি জানান।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com