প্রিন্ট এর তারিখঃ জুলাই ২০, ২০২৫, ১১:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৯, ২০২৫, ১২:০২ পি.এম
বরিশালে ভুয়া জমির পর্চা তৈরি করায় দুই দলিল লেখককে ভ্রাম্যমাণ আদালতের দণ্ড

বরিশালের গৌরনদী উপজেলায় ভুয়া জমির পর্চা তৈরি করে দলিল করার অভিযোগে দুই দলিল লেখককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বেলা ৩টার দিকে এ রায় ঘোষণা করেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ড প্রাপ্তরা হলেন, মো. মাহমুদ হাসান সজল (৩৭), পিতা : আ. কুদ্দুস বয়াতী, গ্রাম : দক্ষিণ পিঙ্গলাকাঠী, গৌরনদী; এবং মো. ইমন (৪০), পিতা : মৃত মহসিন উদ্দিন, গ্রাম : মধ্য হোসনাবাদ, গৌরনদী, বরিশাল।
এ বিষয়ে গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজীব হোসেন আজকের খবর কে বলেন, গৌরনদী উপজেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। যেই অপরাধ করুক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে। দুর্নীতি ও জালিয়াতির বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com