'সর্বজনীন ইংলিশ, উজ্জল ভবিষ্যত' প্রতিপাদ্যে নওগাঁর রাণীনগরে ব্র্যাকের উদ্যোগে কমিউনিটিভ ইংলিশ কোর্সের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে স্মার্ট স্টুডেন্টস ফাইন্যান্স প্রজেক্ট মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের সার্বিক সহযোগিতায় ইংলিশ টিচার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ইটাব) এর আওতায় ৪ মাস ব্যাপী এ কোর্সের উদ্বোধন করা হয়।
এদিন বেলা ১০ টায় রাণীনগর উপজেলা সদরের সিম্বা ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় ভবনের একটি ক্লাস রুমে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইংলিশ টিচার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ইটাব) কর্তৃক প্রশিক্ষক সঞ্জয় কুমার দাস, অত্র বিদ্যালয়ের শিক্ষক শাহাবুল ইসলাস, অবিভাবক আতাউর ইসলাম নিক্সন, ব্যাকের সিডিও আব্দুল গফ্ফার প্রমুখ।
প্রতি সপ্তাহের শনিবার করে ৪ মাস ব্যাপী এ কোর্সে ৩৪ জন শিক্ষর্থী প্রশিক্ষণ গ্রহণ করেছে। কমিউনিটিভ ইংলিশ কোর্স পর্যায়ক্রমে রাণীনগরের অন্যান্য উচ্চ বিদ্যালয়েও অনুষ্ঠিত হবে বলে ব্র্যাকের কর্তৃপক্ষ জানিয়েছে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com