প্রিন্ট এর তারিখঃ জুলাই ২১, ২০২৫, ৯:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৯, ২০২৫, ২:২৯ পি.এম
ক্ষেতলালে বিএনপির ঘোষিত কর্মসূচী পালন

জয়পুরহাটের ক্ষেতলালে ইটাখোলা বাজারে বিএনপির ঘোষিত কর্মসূচী পালন করেন জয়পুরহাট -২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্বাস আলী।
১৮(জুলাই) বিকেল ৫ টায় ক্ষেতলালের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে ইটাখোলা বাজারে ঘোষিত কর্মসূচি পালন করেন।
তিনি বলেন গণঅভ্যুত্থানে তাড়ানো স্বৈরশাসক এখন বিদেশের মাটিতে বসে দেশ,জনগণ ও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে— ফ্যাসিবাদের রানী আজও বিদেশের মাটিতে বসে দেশ,জনগণ ও বিএনপির বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এবং দেশের মাটিতেও একশ্রেণির রাজনৈতিক দল নির্বাচনকে পিছানোর পায়তারা করছে।বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, দেশের জনগণ ও গণতন্ত্রের প্রতীক বিএনপি। শহীদ জিয়ার বিএনপিতে কোন সন্ত্রাসী, চাদাবাজ, আওয়ামী লীগের দোসর দের কোন জায়গা নাই।দেশের বর্তমান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কর্মকাণ্ডের প্রতি মানুষের আস্থা ফিরে আনতে হবে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে।
তিনি আরও বলেন.
আজকের এই দিনে বিএনপি ও ছাত্রজনতা তাদের জীবনের বিনিময়ে গণঅভ্যুত্থান করেছিল বলেই আজও আমরা স্বাধীন ভাবে কথা বলছি।। সমাবেশে বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে আগত দলীয় নেতাকর্মী এবং সাধারণ জনগণের অংশগ্রহণ প্রমাণ করে—বাংলাদেশের জনগণ এখন জেগে উঠেছে, পরিবর্তনের দাবিতে সোচ্চার।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com