প্রিন্ট এর তারিখঃ জুলাই ২১, ২০২৫, ৯:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৯, ২০২৫, ২:৩৫ পি.এম
বদলগাছীতে ‘জুলাই শহীদদের স্বরণে’ বৃক্ষরোপণ কর্মসূচি পালন

নওগাঁর বদলগাছীতে “এক শহীদ, এক বৃক্ষ’ এই স্লোগানকে সামনে রেখে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। বদলগাছীর শহীদ রেদোয়ান শরীফ রিয়াদের স্মরণে এই কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন ও বন বিভাগ।
শনিবার (১৯ জুলাই) বেলা সাড়ে ১১টায় বদলগাছী উপজেলা পরিষদ চত্বরে মডেল মসজিদের মূল ফটকে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি।
উদ্বোধনী বক্তব্যে ইউএনও ইসরাত জাহান ছনি বলেন, “জুলাই অভ্যুত্থানে বদলগাছীর সন্তান রেদোয়ান শরীফ রিয়াদ শহীদ হয়েছেন। মাত্র ২১ বছর বয়সে তিনি দেশের জন্য জীবন দিয়েছেন। তাঁর এই আত্মত্যাগকে সম্মান জানিয়ে আমরা আজ এই বৃক্ষ রোপণ করছি। জুলাই আমাদের ইতিহাসের এক গৌরবময় অধ্যায়, যা ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিপা রাণী, সহকারী কমিশনার (ভূমি) আতিয়া খাতুন, উপজেলা প্রকৌশলী শাহিনুল ইসলাম, বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজাফ্ফর হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজীব আহমেদ এবং শহীদ রেদোয়ানের খালাতো ভাই আব্দুস সোবহান প্রমুখ।
কর্মসূচির আয়োজকরা জানান, বদলগাছীতে শহীদদের স্মরণে নিয়মিতভাবে পরিবেশবান্ধব এই ধরণের উদ্যোগ অব্যাহত থাকবে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com