
১৯ জুলাই শনিবার সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদের মিলনায়তনে পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি এর উদ্যোগে হাইমচর উপজেলার ২০২২ ও ২০২৩ সালের এস. এস.সি ও এইচ.এস.সি পরীক্ষায় শ্রেষ্ঠ কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, পরিচালক (মাধ্যমিক), মাউশি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অমিত রায়, উপজেলা নির্বাহী অফিসার, হাইমচর, মোহাম্মদ রুহুল্লাহ, জেলা শিক্ষা অফিসার, চাঁদপুর এবং মোঃ মোস্তফা কামাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, হাইমচর।
অনুষ্ঠানটি উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ আহসানুল হক এর সঞ্চালনায় এবং স্কিম পরিচালক প্রফেসর মোঃ তোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে হাইমচর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং ২০২২ ও ২০২৩ সালের এস এস সি ও এইচ এস সি পরীক্ষায় হাইমচর উপজেলার শ্রেষ্ঠত্ব অর্জণকারী শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দরা উপস্থিত ছিলেন। পরবর্তীতে শিক্ষার্থীদের মাঝে সম্মাননা, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।