
কক্সবাজারের চকরিয়ায় বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদকে নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারীর মন্তব্য ঘিরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। শনিবার (১৯ জুলাই) বিকেলে এ নিয়ে বিক্ষুব্ধ হয়ে ওঠেন বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা। এর জেরে চকরিয়ায় এনসিপির আয়োজিত পথসভার মঞ্চে হামলা ও ভাঙচুর চালানো হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া অংশে মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব যৌথভাবে অভিযান চালায়। সেনা সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে দেয়।
এদিকে, পূর্বঘোষিত ইদগাঁও ও চকরিয়ার পথসভায় বক্তব্য রাখার কথা থাকলেও পরিস্থিতির অবনতি ঘটার খবর পেয়ে এনসিপির নেতারা সেখানে আর উপস্থিত হননি। চকরিয়ার কাছাকাছি ফাঁসিয়াখালী সেনা ক্যাম্পের সহায়তায় তারা গোপনে কক্সবাজার ত্যাগ করেন বলে নিশ্চিত করেছে স্থানীয় একাধিক সূত্র।
চকরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক বলেন, “সালাহউদ্দিন আহমেদ এই জেলার মানুষের সম্মানের প্রতীক। তাকে নিয়ে অশালীন মন্তব্য কোনোভাবেই বরদাস্ত করা হবে না। নাসির পাটোয়ারীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, তা না হলে রাজপথেই এর জবাব দেওয়া হবে।”
বর্তমানে চকরিয়া ও আশপাশের এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। প্রশাসনের কঠোর নজরদারিতে স্থানীয়দের মাঝে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে।