প্রিন্ট এর তারিখঃ জুলাই ২০, ২০২৫, ১০:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৯, ২০২৫, ৪:৪৭ পি.এম
টিসিবির ডিলার নবায়নে ঝিনাইদহে ফ্যাসিষ্ট সরকারের পলাতক নেতাকর্মীদের প্রাধান্য

ঝিনাইদহে টিসিবির (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) ডিলার নবায়নে ব্যাপক ঘাপলাবাজী ও ফ্যাসিষ্ট সরকারের পলাতক নেতাকর্মীদের প্রধান্য দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। একাধিকবার তদন্ত করে তালিকা জেলা প্রশাসনে জমা দিলেও ঘুরেফিরে সেই আ’লীগের পলাতক নেতাকর্মীদের নামই উঠে আসছে। এ নিয়ে ঝিনাইদহ জেলা ও উপজেলা আইনশৃংখলা কমিটির সভায় সদস্যরা ক্ষোভ প্রকাশ করেছেন।
তথ্য নিয়ে জানা গেছে, জুন মাসে টিসিবির ১২৪ জনের তালিকার মধ্যে পলাতক, মৃত ব্যক্তি ও জুলাই আন্দোলনে হামলার আসামীরা ছিল। আপত্তি উঠলে ঝিনাইদহ প্রশাসন নতুন ভাবে তালিকা প্রস্তুত করে। কিন্তু তদন্তকারী কর্মকর্তারা তদন্তের নামে আর্থিক সুবিধা নিয়ে প্রকৃত তথ্য গোপন করে ঘুরেফিরে সেই আ’লীগের পলাতক নেতাকর্মীদের নাম তালিকায় তুলে দেন।
অভিযোগ উঠেছে, জেলার ৬ উপজেলায় নতুন নবায়নের ১০৪ জন ডিলারের মধ্যে ৬৭ জন আ’লীগ নেতাকর্মীদের নাম রয়েছে। এরমধ্যে বেশির ভাগের নামে মামলা ও ৫ আগষ্টের পর পলাতক রয়েছে। দ্বিতীয় দফায় তদন্ত করেও তাদের নাম কেন তালিকায় উঠলো তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
অনুসন্ধানে জানা গেছে, পৌরসভার ৩নং ওয়ার্ডে মাগুরার আ’লীগ নেতা বীরেন শিকদারের চাচা কুমারেশ চন্দ্রের নাম রয়েছে। ৫ নং ওয়ার্ডের ডিলার এনায়েত উল্লাহ তিন লাখ টাকায় তার ডিলারসীপ বিক্রি করে দিলেও তিনি তালিকায় রয়েছেন। সদরের মধুহাটী ইউনিয়নে সেচ্ছাসেবকলীগ নেতা খায়রুল ইসলামকে ডিলারসীপের সুপারিশ করা হয়েছে।
ঝিনাইদহ পৌরসভার পাগলাকানাই ইউনিয়নে একই পরিবারে মেহেরিমা কাসেম ও আফরোজা খানমের নাম তালিকায় হয়েছে। হরিশংকরপুর ইউনিয়নে আ’লীগের পলাতক নেতা কনক কান্তি দাসের ভাতিজা বিকাশ কুমার দাসের নাম রয়েছে। হরিণাকুন্ডুর কাপাশহাটীয়া ইউনিয়নে পতিত সরকারের এমপি সমি সিদ্দিকীর পিএস কামালের চাচা মামুন রশিদ ও চাঁদপুর ইউনিয়নে সেচ্ছাসেবকলীগ নেতা শরিফুলের নাম রয়েছে। নলডাঙ্গা ইউনিয়নে আ’লীগ নেতা এনামের স্বজন শওকত আলীকে দেওয়া হয়েছে। কালীগঞ্জের সিমলা-রোকনপুর ইউনিয়নে আ’লীগের সাবেক মেয়র পলাতক বিজুর সহযোগী মোস্তাক আহম্মেদকে দেওয়া হয়েছে। এ ভাবে কালীগঞ্জে টিসিবির ১৩ ডিলারের মধ্যে ১৩ জনই ফ্যাসিষ্টদের দোসর বলে অভিযোগ উঠেছে।
এছাড়া ঝিনাইদহ সদরে ৩৫ জনের মধ্যে ২৪ জন, হরিণাকুন্ডুতে ১৬ জনের মধ্যে ১১ জন, শৈলকুপায় ১৮ জনের মধ্যে ১১ জন ও মহেশপুরে ১৬ জনের মধ্যে ৬ জন পতিত সরকারের দোসর ও সমর্থকদের নাম রয়েছে বলে অভিযোগ উঠেছে।
বিষয়খালী বাজারের মুদি ব্যবসায়ী আব্দুর রশিদ অভিযোগ করেন, ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসারের এক অফিস সহকারী তার কাছ থেকে দুই হাজার টাকা ঘুষ নিয়েও তার তালিকায় নাম দেননি। একই উপজেলার চোরকোল বাজারের তরিকুল ও কলমনখালী বাজারের ইকবাল হোসেনও ঘুষ দিয়েও নবয়নের তালিকায় তাদের নাম ওঠেনি বলে অভিযোগ করেন।
এদিকে ঝিনাইদহ বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস ও বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের নেতা আবু হুরায়রা জেলা আইনশৃংখলা কমিটির সভায় টিসিবির ডিলারের তালিকায় পতিত সরকারের দোসরদের নাম থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।
তারা বলেন, গ্রামাঞ্চলে পতিত সরকারের লোকজন পন্য বিক্রি করতে গেলে সাধারণ মানুষের রোষানলে পড়তে পারে। এতে বিশৃংখলা দেখা দিতে পারে। সভায় বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের নেতা আবু হুরায়রা জেলায় টিসিবির সব ডিলারসীপ বাতিলের দাবী জানান। জবাবে ঝিনাইদহ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল আশ্বস্ত করে জানান, প্রয়োজনে অধিকতর তদন্তের মাধ্যমে নির্ভেজাল তালিকা প্রণয়ন করা হবে।
এ বিষয়ে ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা জানান, নানা মহল থেকে অভিযোগ ওঠায় ইতিমধ্যে আবারো তদন্তের জন্য তালিকা করা হয়েছে। তিনি জানান, ৯৮ জনের নাম যাচাই বাছাই করা হচ্ছে
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com