বাগেরহাটের ফকিরহাট উপজেলায় মাদক বিরোধী বিশেষ অভিযানে ১২০০ পিস ইয়াবাসহ আফরিন হামিম ওরফে তমা (৩০) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (১৮ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার নওয়াপাড়া মোড় এলাকায় খুলনা-ঢাকা মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সৈকত মল্লিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক শরিফুল ইসলামের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল কালাম ফিলিং স্টেশনের সামনে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। এ সময় মোল্লাহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী বলেশ্বর পরিবহনের একটি বাস থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশির সময় বাসে থাকা আফরিন হামিম তমার আচরণে সন্দেহ হলে নারী পুলিশ সদস্যরা তাকে তল্লাশি করেন। এক পর্যায়ে তার ভ্যানিটিব্যাগ থেকে ১২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য আনুমানিক ৬ লাখ টাকা।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার আফরিন হামিম দীর্ঘদিন ধরে বাগেরহাটসহ আশপাশের বিভিন্ন জেলায় মাদক পাচার করে আসছিলেন।
এ ঘটনায় এসআই সৈকত মল্লিক বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করেছেন।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার আসামিকে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com