প্রিন্ট এর তারিখঃ জুলাই ২০, ২০২৫, ৪:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২০, ২০২৫, ২:১৪ এ.এম
রংপুর সিও বাজারে সংলগ্ন গ্যাস স্টেশনে হঠাৎ বিস্ফোরণ

(১৯ জুলাই) দুপুর সাড়ে ১২ টার দিকে রংপুর নগরীর সিও বাজার বিজিবির ২ নম্বর গেট সংলগ্ন এলাকায় এলপিজি গ্যাস পাম্পে হঠাৎ বিকট শব্দে একটি বিস্ফোরণ ঘটে। রংপুর ফিলিং স্টেশন মেরামত করার সময় এ বিস্ফোরণে ঘটে সোহাগ নামের এক ইঞ্জিনিয়ার নিহত হয়েছেন সেই সাথে আরো অজ্ঞতনামা ৩ জন।এবং আহত হয়েছে ২০+
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ বিকট শব্দ হয়। পরে আশেপাশের লোকজন দৌড়ে এসে দেখে গ্যাস ফিলিং স্টেশনটি উড়ে গেছে এবং আশেপাশের বাড়ির কাঁচের জানালা সব ভেঙে গেছে। সেই সঙ্গে ওই গ্যাস ফিলিং স্টেশনের আশেপাশে থাকা এবং সড়কে চলমান গাড়ির ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এসময় ৫ জন গুরতর আহত হন। গুরুতর আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করা হয়। এদের মধ্যে থেকে সোহাগ নামের এক ইঞ্জিনিয়ার মারা গেছে। এছাড়াও অন্যান্য আহতদের মেডিক্যালের অন্যান্য ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
এদিকে গ্যাস ফিলিং স্টেশনের কর্মকর্তা সূত্রে জানা যায়, ফিলিং স্টেশনে কোনো গ্যাস ছিল না। নষ্ট হয়েছিল। যার কারণে মেরামত করা হচ্ছিল। মেরামতের সময় এই বিস্ফোরণ ঘটে।
এ বিষয়ে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক বাদশা মাসউদ আলম জানান, আমরা সংবাদ শোনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠাই। এই বিস্ফোরণে একজন মারা গেছে। আরও গুরতর আহত হয়েছে অনেকে। কি কারণে এই বিস্ফোরণ ঘটেছে তা অনুসন্ধান করে দেখা হচ্ছে।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com