প্রিন্ট এর তারিখঃ জুলাই ২০, ২০২৫, ৫:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২০, ২০২৫, ২:২২ এ.এম
সভাপতি জাকির, সম্পাদক টনি রাণীনগর থানা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন

নওগাঁর রাণীনগর থানা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের
ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত উৎসব মুখর ও
শান্তিপূর্ন পরিবেশে উপজেলা সদরের বরেন্দ্র গেট এলাকায় গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের
কার্যালয়ে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এ নির্বাচনে মো. জাকির হোসেন (ছাতা প্রতীক) ২৫৬ ভোট পেয়ে সভাপতি ও নাছির উদ্দিন
টনি (আনারস প্রতীক) ২০৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এছাড়া সাদেকুল ইসলাম শাজাহান ও আব্দুস ছালাম সহ-সাধারণ সম্পাদক এবং তরিকুল ইসলাম
আকাশ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া বিনা প্রতিদ্ব›িদ্বতায় মো.
মুন্টু সহ-সভাপতি, মো. বুলবুল সহ-সাংগঠনিক সম্পাদক, আশরাফুল ইসলাম অর্থ সম্পাদক,
মাসুদুর রহমান দপ্তর সম্পাদক, বাবু প্রামানিক প্রচার সম্পাদক ও মো. ফজলু এবং মো. ঊুলবুল
হোসেন বুলু কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হন।
নির্বাচনে পিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন রাণীনগর মহিলা কলেজের সহকারী
অধ্যাপক শাহজাহান আলী। তিনি জানান, এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৪৬১ জন।
এর মধ্যে ৩৬৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com