প্রিন্ট এর তারিখঃ জুলাই ২০, ২০২৫, ৫:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২০, ২০২৫, ২:২৬ এ.এম
তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে কুমারখালীতে বিএনপির প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ, মিথ্যা ও বানোয়াট বক্তব্যের প্রতিবাদে কুষ্টিয়ার কুমারখালীতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৯ জুলাই শনিবার বিকেলে শিলাইদহ ইউনিয়ন বিএনপির আয়োজনে শিলাইদহ রাবীন্দ্রনাথ ঠাকুর ডিগ্রি কলেজ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও এশিউর গ্রুপের চেয়ারম্যান মোঃ শেখ সাদী।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মাঈদ বাবুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ,কুমারখালী পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ মনোয়ার হোসেন,কুমারখালী উপজেলা বিএনপির আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ,কুষ্টিয়া জেলা কৃষক দলের সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল,ছাত্রদলের সাবেক ছাত্রনেতা মোহাম্মদ ফজলুর রহমান,কুমারখালী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান সবুজ,কুমারখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক সাইদুল ইসলাম,সমাবেশের সভাপতিত্ব করেন শিলাইদহ ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন তরুণ, বক্তারা বলেন, “তারেক রহমান বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তাঁর বিরুদ্ধে কটূক্তি করে জনগণের গণতান্ত্রিক আন্দোলনকে রুদ্ধ করা যাবে না।
তারা আরও বলেন, “সরকার পরিকল্পিতভাবে তারেক রহমানকে হেয় প্রতিপন্ন করে গণতন্ত্রবিরোধী নীলনকশা বাস্তবায়ন করতে চায়। কিন্তু জনগণ তা মেনে নেবে না।”
সমাবেশে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com