প্রিন্ট এর তারিখঃ জুলাই ২০, ২০২৫, ৫:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২০, ২০২৫, ২:৩৬ এ.এম
বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাউদ্দিনকে কটুক্তি,এনসিপির সভামঞ্চে ভাঙচুর ও বিক্ষোভ

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদকে কুরুচিপূর্ণ মন্তব্য করায় উত্তপ্ত হয়ে উঠেছে কক্সবাজারের রাজনীতি।শনিবার (১৯ জুলাই) দুপুরে কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত সমাবেশে মুখ্য সংগঠক নাসিরউদ্দীন পাটোয়ারীর বক্তব্যকে কেন্দ্র করে এ উত্তেজনা ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাস্তায় নেমে এসে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
সমাবেশে নাছির পাটোয়ারী বলেন, “আগে শামীম ওসমান ছিলেন নারায়ণগঞ্জের গডফাদার, এখন শুনি কক্সবাজারে নব্য গডফাদার শিলং থেকে এসেছেন।” এর মাধ্যমে তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদকে ইঙ্গিত করেন। তিনি আরও অভিযোগ করেন, “ঘের ও জমি দখল, চাঁদাবাজি করছে। কক্সবাজারের জনতা এসব মেনে নেবে না। সংস্কারবিরোধীদের রাজপথেই প্রতিরোধ করা হবে।”
এ বক্তব্যে ক্ষুব্ধ হয়ে ওঠে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পাটোয়ারীর বক্তব্যের সঙ্গে সঙ্গে সমাবেশস্থলে ভাঙচুর চালানো হয়। এরপর কক্সবাজার শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি নেতাকর্মীরা।
একই সময়ে চকরিয়ায় এনসিপির সমাবেশেও হামলা চালায় বিএনপির একটি অংশ। পরে পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় জেলা বিএনপির পক্ষ থেকে পাটোয়ারীর বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী কক্সবাজারে অতিরিক্ত নজরদারি চালাচ্ছে বলে জানা গেছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রতিবাদের ঝড় উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ লিখেন সালাহউদ্দিন শুধু কক্সবাজারের নই তিনি বিএনপির শীর্ষ নেতা ও বাংলাদেশের সম্পদ। একজন লিখেছেন তিনি গডফাদার না, তিনি একজন বিসিএস ক্যাডার। মিছিল শেষে শহরের ঘুম গাছ এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এছাড়া চকরিয়ায় এনসিপির সভামঞ্চে হামলা, ভাংচুর ও সমাবেশ পন্ড করে দেয় সংক্ষুব্ধ নেতাকর্মীরা।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com