প্রিন্ট এর তারিখঃ জুলাই ২০, ২০২৫, ৫:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২০, ২০২৫, ২:৪২ এ.এম
জিয়াউর রহমান ও তারেক রহমানকে কটূক্তির প্রতিবাদে ডোমারে জাসাসের বিক্ষোভ ও মানববন্ধন

মহান স্বাধীনতার ঘোষক ও সফল রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম-এর ছবি অবমাননা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে নীলফামারীর ডোমারে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে ডোমার উপজেলার ধীরাজ মিজান স্মৃতি পাঠাগার চত্বরে জাসাস ডোমার উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা জাসাসের আহ্বায়ক আব্দুল মালেক মুকুল-এর সভাপতিত্বে এবং পৌর জাসাসের আহ্বায়ক রওশন রশীদ-এর সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, পৌর বিএনপির সভাপতি মোঃ আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোঃ মোজাফফর আলী, উপজেলা জিয়া পরিষদের সভাপতি ও পৌর বিএনপির সহ সভাপতি তমিজ উদ্দিন, জাসাসের উপজেলা সদস্য সচিব আতিদুল হক বাচ্চু, জাসাসের পৌর যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ মামুন এবং পৌর সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন সোহাগ সহ অন্যান নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের স্বাধীনতার ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। তার বিরুদ্ধে কটাক্ষ করা মানেই মুক্তিযুদ্ধ ও দেশের অস্তিত্বের বিরুদ্ধে অবস্থান নেওয়া। একইভাবে তারেক রহমানের বিরুদ্ধে যে কুরুচিপূর্ণ ও ভিত্তিহীন অপপ্রচার চালানো হচ্ছে, তা একটি পরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ।”
তারা আরও বলেন, “সম্প্রতি ঢাকায় ছাত্রদল নেতা সোহাগ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে একটি বিশেষ মহল বিএনপির ঘাড়ে দায় চাপানোর চেষ্টা করছে। অথচ প্রকৃত ঘটনা তদন্ত করলে দেখা যাবে, এতে সম্পৃক্ততা নেই বিএনপি বা এর অঙ্গসংগঠনের। এসব অপপ্রচারের মাধ্যমে বিএনপিকে জনমানুষ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা চলছে। আমরা এসব অপতৎপরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”
প্রতিবাদ কর্মসূচি থেকে নেতাকর্মীরা দলীয় শৃঙ্খলার প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং ভবিষ্যতেও অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথে থাকার ঘোষণা দেন।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com