প্রিন্ট এর তারিখঃ জুলাই ২০, ২০২৫, ৫:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২০, ২০২৫, ২:৪৩ এ.এম
চলাচলের রাস্তার পাশেই ময়লার স্তূপ, দূগন্ধে অতিষ্ট জনসাধারণ

কেরানীগঞ্জ উপজেলার শাক্তা ইউনিয়ন এর খোলামোড়া বাজার এর নদীর পাড় ঘেঁষে জনসাধারণের চলাচলের রাস্তার পাশেই ময়লার স্তূপ বা ভাগাড় | প্রতিদিন হাজার হাজার লোক চলাচল করে থাকে এ রাস্তায় | এ দূর্গন্ধের সাথে লড়াই করে চলাচল করতে হয় স্থানীয় জনগণের | খোলামোড়া বাজার এর নৌকা পারাপারের ঘাটের সাথে ময়লার স্তূপ টি হওয়ায় নৌকা পারাপারের যাত্রীদের নাক- মুখ ডেকে বা সাময়িক নিঃশ্বাস বন্ধ করে যাতায়াত করতে হয়|
নৌকা পারাপারের এক যাত্রী জানায়,এ ময়লার স্তূপটি দীর্ঘদিন ধরে থাকার কারণে নৌকা পারাপারের সকল যাত্রীদের অসুবিধা হয় | এ ব্যপারে প্রশাসন বা স্থানীয়ভাবে পদক্ষেপ না নেওয়ায় এখন ও, এখানে ময়লা ফেলা হচ্ছে, যা পরিবেশ দুষিত হচ্ছে শিশু-কিশোর,নারীপুরুষ, বয়োঃবৃদ্ধ সকলের জন্য স্বাস্থ্য ঝুঁকিতেনপড়তে হয় |
স্থানীয় জনগণের তথ্য
মতে,এ রাস্তাটি নবারচর, বাহেরচর ,রায়ের চর এমন আরও ৩/ ৪ এলাকার লোকজনের চলাচলের এক মাত্র মাধ্যমে, অথচ এ রাস্তাটির পাশে ময়লার স্তূপ বা ভাগাড় | এ দূর্গ্ধে এখানে থাকা দায় | চলাচলের সনয় নাক- মুখ চেপে চলাচল করতে হয় |
আমাদের দাবি ময়লার স্তূপ বা ভাগাড়টি এখান হতে সরিয়ে অন্য কোথায় নেওয়ার অনুরোধ এবং যথাযথ কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপের জন্য দাবি জানাচ্ছি |
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com