জুলাই-আগস্ট ২০২৪ ইং গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কেন্দ্রীয়
কর্মসূচির অংশ হিসেবে ১৯ জুলাই রোজ শনিবার বিকল ৫ ঘটিকায় বাঞ্ছারামপুর বিএনপি কেন্দ্রীয়
কার্যালযয়ে উপজেলা পৌর ও কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে শহীদদের স্মরণে দোয়া মাহফিলের
আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় ও মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন ছাত্রদলের
সদ্য বিদায়ী সদস্য সচিব মো: লিটন প্রধার অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক
সালে মূসা ,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ১নং যুগ্ন সাধারণ সম্পাদক তাইবুর
রহমান মাসুম, যুবদলের আহ্বায় হারুনুর রশিদ আকাশ , পৌর বিএনপির ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক
মোঃ রুস্তম আলী,পৌর কৃষক দলের আহবায়ক মো: কাবিল হোসেন আরো অন্যান্য প্রমুখ, বক্তারা
তাদের বক্তব্যে জুলাই আগস্টের শহীদদের স্মরণ করেন একই সাথে উল্লেখ করেন যে, ষড়যন্ত্র
এখনো চলমান ৫ ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেছে কিন্তু ভারতে স্বামির বাড়ী থেকে ষড়যস্ত্র
চালিয়ে যাচ্ছে,তার দূসরা চারি দিকে বিদ্যমান, সুযোগ পেলে আঘাত আনবে তাই আমরা যে ভাবে সকলে
কাধে কাধ মিলিয়ে স্বৈরাচারী হাসিনাকে তারিয়েছি, ঠিক সে ভাবে এক সাথে কাধ মিলিয়ে সামনে এগিয়ে
যেতে হবে এবং একটি অবাধ সুষ্ট নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা
প্রতিষ্ঠা করতে হবে এবং এদেশে মানুয়ের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে হবে এদেশকে একটি
সন্ত্রাস,নৈরাজ্য,সন্ত্রাস, চাদাবাজ মুক্ত দেশ হিসাবে গড়তে হবে । যে কোন মূল্য জুলাই আগস্টের
শহীদদের রক্ত ও আত্মত্যাগ বৃথা যেতে পারে না এ বিষয়ে বক্তারা সবাইকে সতর্ক করেন একই
সাথে শহীদদের স্মরণ মিলাদ ও দোয়া পরিচালনা করেন ও তাবারক বিতরণ করে সভাপতি অনুষ্ঠান
সমাপ্ত ঘোষণা করেন।
Editor and Publisher : Ariful Islam
Address: Nikunja-2, Road No. 1/A Cemetery Road, Dhaka
Call: 8809639113691
E-mail: Ajkerkhobur@gmail.com
@2025 | Ajker-Khobor.com