
চট্টগ্রামের সীতাকুণ্ডে দিনব্যাপী মাছ ধরা উৎসব উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (১৯ জুলাই) সীতাকুণ্ডের ফৌজদারহাট ডিসি পার্কে সকাল থেকে শুরু হয়ে বিকেল ৫টায় পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) মো. কামরুজ্জামান। প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নোমান হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফখরুল ইসলাম এবং এসিল্যান্ড সীতাকুণ্ড আবদুল্লাহ আল মামুন। মাছ ধরা প্রতিযোগিতায় চট্টগ্রামের আগ্রাবাদের বাসিন্দা কামরুল সাড়ে ১১ কেজি ওজনের একটি মাছ ধরে প্রথম স্থান অর্জন করেন। অনুষ্ঠান শেষে অতিথিরা চট্টগ্রামের ৯জন জুলাই ২৪শের শহীদের স্মরণে ৯টি বৃক্ষরোপণ করেন।